Friday, July 1, 2016

Shortcut View of Physics(science)

পদার্থবিজ্ঞান 

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় ফিজিক্সের বেশ কিছু ম্যাথ খুব বেশি প্রোব্লেম করে । আর এদের শর্টকাট টেকনিক পাওয়াটাও দূর্লভ !
কয়েকটি টেকনিক আমি নিজেই তৈরি করেছি । এবছরের ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে শেয়ার করে দিলামঃ
.
স্থির অবস্থান থেকে যাত্রা করে কোন বস্তু t_1 সময়ে S_1 ও পরবর্তী t_2 সময়ে S_2 দূরত্ব অতিক্রম করলে-
S_1 + S_2 = (t_1 + t_2)^2
অথবা, t_1 + t_2 = √(S_1 + S_2 )
‪#‎সমস্যাঃ‬ একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ১ম সেকেন্ডে 1 m দূরত্ব অতিক্রম করে । পরবর্তী 1 m দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে ?
A. 0.33 sec
B. 0.41 sec
C. 1.0 sec
D. 0.78 sec
‪#‎Solution‬: Here, S1 = 1 m. t1 = 1s, S2 = 1m……..t2 = ?
We know, t_1 + t_2 = √(S_1 + S_2 )
So t2 = √(S1 + S2) – t1 = √(1 + 2) – 1 = √2 -1 = 1.41 – 1 = 0.41 sec (Ans.
#সমস্যাঃ একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ১ম সেকেন্ডে 1 m দূরত্ব অতিক্রম করে । পরবর্তী সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব করবে ?
A. 1 m
B. 2 m
C. 3 m
D. 4 m
#Solution: Here, S1 = 1 m. t1 = 1 s, t2 = 1 s……..S2 = ?
We know, S_1 + S_2 = (t_1 + t_2)^2
So S2 = (t_1 + t_2)^2 – s1 = (1 + 1)^2 – 1 = 2^2 – 1 = 4-1 = 3 m (Ans. C)(science)
.
‪#‎সমস্যা‬; একটি গাড়ি 50 m/s বেগে ছুটে যাওয়ার সময় একজন পুলিশ সার্জেন্ট স্থির অবস্থা থেকে 1/3 m/s^2 ত্বরণে তাকে ধরার জন্য ধাওয়া করল । পুলিশ সার্জেন্ট কত দূরে গিয়ে ধাবমান গাড়িটিকে ধরতে পারবে ?
A.3 km
B.5 km
C.10 Km
D.15 Km
‪#‎টেকনিকঃ‬ S = 2v^2/a = 2 * (50)^2/(1/3) = 5000/(1/3) = 15000 m = 15 Km (Ans. D)(science)
.
A প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য X% বৃদ্ধি করতে বলের প্রয়োজন, F = YAX/100
#সমস্যাঃ 1 mm^2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাত তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে বলের প্রয়োজন-[Y = 2 × 10^11 Nm^(-2)]
A. 10^4 N
B. 10^8 N
C. 10^5 N
D. 10^7 N
#টেকনিকঃ F = YAX/100 = 2 × 10^11*10^(-6)*5/100 = 10^4 N (Ans. A)
.
#সমস্যাঃ একটি সরল দোলকের দোলনকাল 25% বাড়ালে এর কার্যকরী দৈর্ঘ্য কি পরিমান বাড়বে ?
A. 25%
B. 50%
C. 56.25%
D. 65.45%
#টেকনিকঃ bL = 2x + (x/10)^2 = 2*25 + (25/10)^2 = 56.25% (Ans.C)(science)
আরো  জানতে  হলে ক্লিক করতে পারো এই লিংক এ
SCIENCE 

No comments:

Post a Comment